ময়মনসিংহ জেলায় ১৬তম গীতা নিকেতন উদ্বোধন।
শুক্রবার (২২ জানুয়ারি ২০২১ ইং) শারদাঞ্জলি ফোরাম ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী থানার কইলাটী ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামে ১৬তম গীতা নিকেতনের শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন করেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী মানিক চন্দ্র ঘোষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তাগাছা উপজেলা কমিটির সদস্য সচিব শ্রী পরেশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তি শ্রী বীরেন্দ্র চন্দ্র বর্মন। বৈদিক শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিনায়ক দত্তের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারথি শ্রী বাবুল চন্দ্র বর্মন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী রাজন মজুমদার, বৈদিক শিক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় সিংহ দাস, বৈদিক শিক্ষা কমিটি সাধারন সম্পাদক শ্রী বিনায়ক দত্ত, যুগ্ম -সাংগঠনিক সম্পাদক শ্রী জীবন সূত্রধর, সহ-সভাপতি শ্রী যতন দেবনাথ, শ্রী মানিক চন্দ্র ঘোষ এবং অনুষ্ঠানের সভাপতি শ্রী বীরেন্দ্র চন্দ্র বর্মন।
শারদাঞ্জলি ফোরাম ময়মনসিংহ জেলা কমিটির মহিলা সম্পাদিকা শ্রীমতি কঙ্কন সরকার ও বৈদিক শিক্ষা কমিটির সভাপতি উজ্জ্বল সরকার এর দাদা শ্বশুর এর মৃত্যুতে শোকাহত শারদাঞ্জলি পরিবার ও অনুষ্ঠানে উপস্থিত সকলেই এক মিনিট নিরবতা পালন করেন। শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পাল এর রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত গীতা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এভাবেই শারদাঞ্জলি ফোরামের ছায়াতলে গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম।