(কবিতা)
মাটির ঘর
– মাইন উদ্দিন আহমেদ
একটি মাটির ঘর ছনের ছাউনী,
ধারণা আমার আজ পর্যন্ত
এটা কেউ চায়নি।
বিত্তহীন পিতা আবার মেয়ে কালোও
এহেন পাত্রী খোঁজেনা কেউ
জীবন গেলেও।
তারপরও পৃথিবীতে অনেক
মাটির ঘর ছিলো,
ধরণীর কালো মেয়েদের
বিয়ে হয়েছিলো,
অনেকে সুখভর্তি সংসার
দারুণ গড়েছিলো-
এখনো হয়, মাটির ঘরও আছে,
হয়তো অনেক দূরে নয়তো কাছে-
নেই শুধু সেই মাটির দেয়ালে
প্রশান্ত নিরাপত্তা,
কালো রঙ্গের মেয়েটির মনে
প্রেমময় এক সত্ত্বা।
ইচ্ছা বা ইনিচ্ছায়,
আহা-রে মানুষ
মাটির ঘরেই ঢুকে যায়,
যে ঘর তাকে স্বভাববশে
আহার করে
কালোকালো উর্বরতা পায়।