বাঁশখালী থানার নবনিযুক্ত ওসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন “বিআরএমপিডাব্লিউএস” বাঁশখালী উপজেলা(দক্ষিণ শাখা)।
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালী থানার নবনিযুক্ত ওসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন “বিআরএমপিডাব্লিউএস” বাঁশখালী উপজেলা(দক্ষিণ শাখা)।
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ(ওসি) শফিউল কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করলেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার’স (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী উপজেলার(দক্ষিণ শাখা) নবগঠিত কার্যকরীকমিটি।
২৭ নভেম্বর’২০ ইং শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেক্টিশনা’স(ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী দক্ষিন শাখার সভাপতি ডা: আশেক এলাহী রনি ও সাধারন সম্পাদক ডা: এম এন রাসেলের নেতৃত্বে নবনির্বাচিত কার্যকরী কমিটির একটি প্রতিনিধি দল বাঁশখালী থানার ওসি’র কার্যালয়ে হাজির হয়ে বাঁশখালী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ শফিউল কবিরকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক হিসাবে সংগঠনের ক্রেস্ট প্রদান করেন।
এসময় অফিসার ইনচার্জ জনাব শফিউল কবির বাংলাদেশ রুরুল মেডিকেল প্রেক্টিশনার’স (ওয়েলফেয়ার) সোসাইটির প্রতিনিধি দলকে কোভিড-১৯ মহামারীর ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে ভুয়সী প্রশংসা করে বলেন, আসছে শীতকাল মহামারীর জন্য সংকটকাল হতে পারে, তাই সোসাইটির কর্মকর্তা ও সকল পল্লি চিকিৎসকদের মানবিক সেবায় ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে সাহসীকতার সাথে মাঠে থেকে জনগনকে সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে সচেতন করার জন্য অগ্রনী ভূমিকা পালনের অনুরোধ জানান একিইসাথে প্রশাসনিক নৈতিক কোন সহযোগিতার প্রয়োজন হলে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন এবং সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।
এসময় সংগঠনের পক্ষে ডাঃ আশেক এলাহী রনি (সভাপতি),ডাঃ বাবলা কান্তি ধর(সহ-সভাপতি) ডাঃএস এন রাসেল (সাধারণ সম্পাদক),ডাঃ বেলাল হোছাইন(সাংগঠনিক সম্পাদক) ডাঃ রিয়াদ এলাহী জিকু(অর্থ-সম্পাদক) ও ডাঃ নুরুল আবছার পারভেজ(সহ অর্থ-সম্পাদক) উপস্থিত ছিলেন।