বেনাপোলে ফেনসিডিল সহ মোটরসাইকেল উদ্ধার।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বেনাপোল পৌর এলাকার ভবেরবেড় পূর্বপাড়া গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান অফিসার ফোর্স নিয়ে ভবেরবেড় পূর্বপাড়া গ্রামে অবস্থান করছে। এমন সংবাদে ওই গ্রামের শামীমের দোকানের সামনে অভিযান চালান পুলিশ।
এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে ৪০ বোতল ফেনসিডিল ও একটি ডিসকভার মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।