বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল -এর জন্মদিনে তাঁর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল -এর জন্মদিনে তাঁর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন।
রবিবার ( ১৮ অক্টোবর) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৬ তম জন্মদিন।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর তিনি ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও শহীদ হন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সকাল ০৮ঃ৩০ ঘটিকায় শহীদ শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন এবং ১৫ -ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মজিবুর রহমান স্বপন, আবদুল আলিম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, মোবাশ্বের চৌধুরী, নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, শাহজালাল মুকুল, মেহেদী হাসান মোল্লা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, গোলাম রাব্বানী সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।