ধামরাইয়ের ১৯টি স্থানে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ের ১৯টি স্থানে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ঢাকার ধামরাই থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে একযোগে ১৯টি স্থানে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব সাহেব আলী, ৪,৫,৬ এর সংরক্ষিত মহিলা কাউন্সিল শিরিন আক্তার শিখা, ধামরাই প্রেসক্লাবের সভাপতি অাবু হাসান,সাধারণ আনিসুর রহমান স্বপন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।