আজ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে নারী ধর্ষণ ও নির্যাতন বিট পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্রগ্রাম প্রতিনিধিঃ
আজ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে নারী ধর্ষণ ও নির্যাতন বিট পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১- পুলিশ-জনতা দিচ্ছে ডাক, নারী নির্যাতনকারী নিপাত যাক।
২-নারী নির্যাতনের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার।
৩-আমরা হব সচেতন, হতে আর দেবনা নারীর প্রতি কোন নির্যাতন।
৪-পুলিশ-জনতা ভাই ভাই, নারীর নিরাপত্তায় সবাই অংশগ্রহণ চায়।
৫-নিরাপদে দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি
৬-নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ।
৭-নারীকে সম্মান করুন এবং জরুরী পরিস্থিতির সময় তার সাহায্যে এগিয়ে আসুন।
৮-নারীর উপর সহিংসতা, ঘৃণ্য এক কাপুরুষতা।
৯-ইভটিজিং ধর্ষন ও নিপীড়ন এক সামাজিক ব্যাধি, বন্ধ করতে হবে যদি গড়তে চাও এক সুন্দর পৃথিবী।
১০-নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে।
১১-নিরাপদ সমাজ গড়ি,নারী নির্যাতন বন্ধ করি ১২-বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন।
পুলিশ পরিদর্শক ড.বেনজির আহমেদ বিপিএম (বার) মহোদয়ের শ্লোগানে আজ সকাল ৯.৩০ মি নিনিটে চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী ৯ নং ইউনিয়ন পরিষদে আয়োজিত নারী দর্শন ও নির্যাতন বিরোধী বিট পুলিশ সমাবেশ অক্টোবর 2020 খ্রিস্টাব্দে বিট নং ১১ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার, এ এসপি সম্পা রানী সাহা, সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ মোল্লা মহাদয় উপজেলা নির্বাহি অফিসার, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া,ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়নের সকল মেম্বার বৃন্দ, ওলামায়ে কেরাম ও সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন নারী নির্যাতনকারী দেশের শত্রু জনগনের শত্রু তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সাথে হাত মিলিয়ে আইনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে।
পুলিশ সুপার মহোদয়,এসপি মহোদয় ও সীতাকুণ্ড ওসি মহোদয় বলেন ড. নজির আহমদের নির্দেশে আমরা ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশ কার্যক্রম চালু করেছি তাই আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে দেশ ও সমাজ থেকে নারী নির্যাতন ও ধর্ষন বন্ধ হয়।