জেলার খবর

আখাউড়ায় রেলওয়ের আশ পাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

আখাউড়ায় রেলওয়ের আশ পাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান।

আজ (১৪ অক্টোবর, বুধবার ) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রেলওয়ে জংশন স্টেশনের আশ পাশ এলাকায় রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা এবং আখাউড়া – লাকসাম ডাবল লাইন ( ডুয়েলগেজ ) প্রকল্পে যারা পেমেন্ট পেয়েও নিজেস্ব স্থাপনা সরিয়ে নেন নি তাদের জায়গাগুলো বুলডোজার দিয়ে ভেঙে অপসারণ করা হয়৷ এ প্রক্রিয়াটি আজ ও কাল চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন , আখাউড়া লাকসাম ডাবল লাইন ( ডুয়েলগেজ ) প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) জনাব রমজান আলী, চিফ ইঞ্জিনিয়ার , সামসুল হক, উপ- পরিচালক , ওমর ফারুক ও অন্যান্য রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা৷

এ সময় তারা প্রায় ১০-২০ টি স্থাপনা সরিয়ে নেন।
জানতে চাইলে পিডি রমজান আলী বলেন, আখাউড়া – লাকসাম ডাবল লাইন রেলওয়ের প্রকল্পের চলমান থাকা বিভিন্ন বাঁধা অপসারণ করে ও যারা ক্ষতিপূরণ নিয়ে ও স্থাপনা সরান নি তাদের জায়গাগুলো অব: মুক্ত করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন , আইনি জটিলতা থাকা স্থাপনা ও জায়গাগুলো আইনগত ভাবে মোকাবেলা করে নিয়মমাফিক তাদের নিকট হতে অধিগ্রহণ করে তাদের ভূমি নেয়া হবে৷

এ জন্য আমাদের রেলওয়ের গঠিত কমিটিগুলো কাজ করে যাচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button