জেলার খবর

বন্দরে সাংবাদিক শেখ ইলিয়াছ খুনের ঘটনায় মামলায় আটক তিনজন কে দিনের রিমান্ড।

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

বন্দরে সাংবাদিক শেখ ইলিয়াছ খুনের ঘটনায় মামলায় আটক তিনজন কে দিনের রিমান্ড।

১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরন ৩ দিনের রিমান্ড মঞ্জুর। বন্দরে দৈনিক বিজয় সাংবাদিক শেখ ইলিয়াছ (৫২) কে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে৷ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

গত ১১ অক্টোবর রোববার রাত পৌনে ৮টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তা বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করে খুন করা হয় সাংবাদিক শেখ ইলিয়াছকে, সে ওই এলাকার মজিবর মিয়ার ছেলে৷স্থানীয় দৈনিক বিজয়ের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মতর ছিলেন ইলিয়াছ।

সাংবাদিক খুনের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই রাতে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে খুনের মুল আসামী তুষারকে (২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা৷

পরে অভিযান চালিয়ে রাতেই মিন্নত আলী মিনা (৬০) ও মিছির আলী (৫৩) নামে আরও দুইজনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় অন্য আসামিরা হল-হাসনাত আহমেদ তুর্জয় (২৪) মাসুদ প্রধান (৩৬) সাগর (২৬) পাভেল (২৫) ও হজরত আলী (৫০)। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে জানান বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:শফিকুল ইসলাম৷

পরিবার ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, নিহত সাংবাদিক শেখ ইলিযাছ মৃত:- মৃত জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ প্রদানের সাথে সম্পৃক্ত থাকার বিষয় পত্রিকায় লেখালেখি করেছিলেন।

এ ঘটনায় আটকও হয়েছিল তারা। এর জের ধরেই শেখ ইলিয়াছ ছুরিকাঘাতে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের।

স্থানীয়রা আরোও জানান, বেশ কয়েকদিন পূর্বে সাংবাদিক শেখ ইলিয়াছকে মাসুদ প্রধানের অফিসের ভিতরে মারধর করে পরে স্থানীয়রা মিমাংসা করে দেন। এছাড়াও সাংবাদিক শেখ ইলিয়াছকে বিভিন্ন সময় খুনের হুমকি দিতো বলে জানান।

স্থানীয়রা জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে সংবাদকর্মী শেখ ইলিয়াছকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
পরে হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল৷ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা তার৷

এ বিষয়ে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম বলেন, সাংবাদিক শেখ ইলিয়াছ খুনের মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে৷ তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার ১০ দিনের রিমান্ড চেয়ে ১২ অক্টোবর সোমবার আদালতে প্রেরন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর। এবং মামলার বাকি আসামীরা পলাতক রয়েছে৷

অবৈধ গ্যাস সংযোগের বিষয় নিয়ে বিরোধের একটি বিষয় প্রাথমিকভাবে জানা গেছে৷ গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্তের পর খুনের মূল কারণ জানা যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button