ব্রাক্ষণবাড়িয়া সদর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাক্ষণবাড়িয়া সদর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন ও সদর থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাত হাজারী আঙ্গুর, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমীন,মজলিশ পুর ইউপি চেয়ারম্যান তাজুল ইডলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ রায়,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা সভাপতি সোমেশ রঞ্জন রায়,জেলা পুজা পরিষদের যুগ্ন সম্পাদক সাংবাদিক প্রবীর চৌধূরী রিপন,হরিপদ ভৌমিক দুলাল,দপ্তর সম্পাদক বিজয় কৃষ্ণ মল্লিক,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতা ও জেলা ছত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুজন দত্ত,সদর উপজেলা পুজা পরিষদের সভাপতি নিশিত রঞ্জন রায়সহ হিন্দু ধর্মীয় নেতারা ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা।
সভায় জানানো হয়, এ বছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় (পৌরসভাসহ) মোট ৭০টি মন্ডপে দুর্গাপূজা এবং ৪টি মন্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে।প্রত্যেকটি পূজামন্ডপে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা গেইট থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। পূজামন্ডপের নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপের জন্য আলাদা স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। প্রত্যেক মন্ডপে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের জন্য ১০টি করে টি-শার্ট দেয়া হবে।