জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়)”শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালাটির আয়োজন করা হয়েছে।

এ সময় বক্তারা নারী ও শিশুর উন্নয়নে দিকনির্দেশনা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা করা,নারী শিক্ষার প্রসার,পরিবার কর্তৃক নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেয়া,শিশুশ্রম নিরসনে উদ্দ্যেগ নেয়া,নারীর সিদ্ধান্ত মূল্যায়ন করা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নূর-এ-আলম বলেন,নারী ও শিশুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। নারী ও শিশুর উন্নয়নে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমকর্মীসহ জনপ্রতিনিধি ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নূর-এ-আলম’র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউছার,আখাউড়া থানার তদন্ত ওসি জনাব মাসুদ,আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কাশেম ভূইয়া,ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারী কর্মকর্তাবৃন্দ,ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button