জেলার খবর
পাইকগাছায় শিবসাকুলের বঙ্গবন্ধু চত্বরে পাখির জন্য (বনবিবি) বাসার উদ্বোধন।
এ কে আজাদ পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় শিবসাকুলের বঙ্গবন্ধু চত্বরে পাখির জন্য (বনবিবি) বাসার উদ্বোধন।
খুলনার পাইকগাছায় শিবসাকুলে পাখির জন্য (বনবিবি) বাসার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে থানার সামনে অবস্থিত শিবসাকুল সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরের বৃক্ষের ডালে মাটির হাড়ি টাঙিয়ে বনবিবি নামক বাসার উদ্বোধন করা হয়।
পরিবেশ উন্নয়ন সংস্থা বনবিবি’র উদ্যোগে এর শুভ উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফি। এ সময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এস আই নিমাই চন্দ্র কুণ্ড, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কবি মাধুরী রাণী সাধু, সুমা কুন্ডু ও পরিবেশ কর্মী কওসার আলী প্রমুখ।
জানাযায়, শিবসাকুলের বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন দৃষ্টি নন্দন বৃক্ষরাজীতে বিভিন্ন প্রজাতির পাখির আগমনে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য এ ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ উন্নয়ন সংস্থা।