সড়ক উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন মুড়াপাড়া বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
সড়ক উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন মুড়াপাড়া বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
রূপগঞ্জ উপজেলার রূপসী -কাঞ্চন জিসি -ভায়া মুড়াপাড়া সড়ক উন্নয়ন ( চেই:০০-১৩৭৭৫ মি) কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে মুড়াপাড়ায় নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ সড়ক উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।শিল্প অঞ্চল রূপগঞ্জে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক।
এর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে (চুক্তি মূল্য)১৪৩, ০০,০০,০০০ টাকা। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রূপগঞ্জ।
সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জনদুর্ভোগ হ্রাস এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এর এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, রূপগঞ্জের সড়কগুলোর সংস্করণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। করোনা ভাইরাসের কারণে সড়ক উন্নয়ন কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে। সবকিছু ঠিক হয়ে যাবে।