বেনাপোলে মাদক সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক।
যশোর- বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পিরোজপুরের ভান্ডারিয়া থানার নদমোল্লা গ্রামের আব্দুলের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও বাগেরহাটের যাত্রাপুর গ্রামের শরীফ খানের স্ত্রী
ফাতেমা খাতুন (২৭)।
বিজিবি জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা
একটি ইজিবাইকে থাকা দুই নারীকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হয়। এময় তাদের কাছে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা পাওয়া যায়।
আমড়াখালী চেকপোস্টর কমান্ডার হাবিলদার শওকত আলী জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।