জেলার খবর

ধামরাইয়ের কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিস দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন।নবনির্বাচিত সভাপতি- ফজলুল হক, সাধারণ সম্পাদক- বদরুল আলম।

রনজিত কুমার পাল ( বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ের কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিস দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন।নবনির্বাচিত সভাপতি- ফজলুল হক, সাধারণ সম্পাদক- বদরুল আলম।

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিস দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার (২৬শে সেপ্টেম্বর) সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ
পরিবেশে সম্পন্ন হয়েছে।

কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিস দলিল লেখক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৩৭ জন।

এ’নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ এমপির নির্দেশক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ এর উপস্থিতিতে শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন ১৩৫ জন ভোটার।

কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিস দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন ফজলুল হক (সনদ নং ২৫) প্রাপ্ত ভোট ৫২টি প্রতিদ্বন্দিতা করেন ৫ জন , সাধারণ সম্পাদক পদে বদরুল আলম (সনদ নং ০১) প্রাপ্ত ভোট ৮১টি প্রতিদ্বন্দিতা করেন ২ জন, সহ-সভাপতি পদে জিন্নত আলী(সনদ নং ১০৫ প্রাপ্ত ভোট৭৭টি প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন (সনদ নং ৭১)প্রাপ্ত ভোট ৬৪টি,প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে খলিলুর রহমান সনদ নং ৭৮)প্রাপ্ত ভোট ৭৫টি, প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন
কোষাধ্যক্ষ পদে আব্দুল খালেক (সনদ নং ১০ প্রাপ্ত ভোট ৮০টি প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন,
প্রচার সম্পাদক পদে সেলিম হোসেন (সনদ নং ১৭৯ প্রাপ্ত ভোট ৭০টি প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন,

দপ্তর সম্পাদক পদে মোমেনুর রহমান( মুকুল) সনদ নং ৯৩ প্রাপ্ত ভোট৭৭টি
ধর্মবিষয়ক সম্পাদক পদে তমিজ উদ্দিন (সনদ নং ১৬৯) প্রাপ্ত ভোট ৭০টি প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন,
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে হাসান মোর্শেদ (সনদ নং ১৪২) প্রাপ্ত ভোট ৬৯টি,

সদস্য পদে মোট প্রার্থী সংখ্যা ৫ জন তার মধ্যে ৩ জন নির্বাচিত হয়। নবনির্বাচিত সদস্যবৃন্দ-সেলিম সরকার (সনদ নং ১১৪ প্রাপ্ত ভোট ৯৭টি, শহিদুল ইসলাম (সনদ নং ৬৮ প্রাপ্ত ভোট ৭৭টি, দুলাল হোসেন (সনদ নং১৩৮) প্রাপ্ত ভোট ৭০ পেয়ে নির্বাচিত হন।

এ নির্বাচন পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির উপদেষ্টা সাব-রেজিষ্ট্রার আমজাদ হোসেন। আহবায়ক হচ্ছেন আব্দুল বারেক। এ আহবায়ক কমিটির সদস্য হচ্ছেন দলিল লেখক নূরুল ইসলাম,আতাউর রহমান,আব্দুস সালাম,আনিসুর রহমান ও হাফিজুর রহমান মাষ্টার।
নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন সাব-রেজিষ্ট্রার আমজাদ হোসেন।

(সনদ নং ৭৮)প্রাপ্ত ভোট ৭৫টি, প্রতিদ্বন্দ্বিতা করেন ২ জন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button