জাতীয়

টিকেট প্রতাশী হাজারো প্রবাসী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়।

মো:হৃদয় হোসেনঃ

টিকেট প্রতাশী হাজারো প্রবাসী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়।

রাজধানীর কারওয়ান বাজারে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষার হাজারো সৌদি প্রবাসীরা প্রহর গুণছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)২০২০ইং সকাল থেকে কয়েকশ’প্রবাসী প্লেনের টিকিটের জন্য ছুটছে,এ টিকেট নামের সোনার হরিণ হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন প্রায় হাজারো প্রবাসী।

বিগত এ ক’দিন টিকিট নিয়ে প্রবাসীরা অনিশ্চয়তায় দিন কাটলেও বৃহস্পতিবার তা কেটেছে প্রায় ৫০০জন।

সরকারের নিদের্শ মোতাবেগ বৃহস্পতিবার এক থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কারোওন বাজারের প্রধান বাংলাদেশ কার্যালয়।

সেখানে সরেজমিন গিয়ে দেখা যায় যে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রবাসীরা এয়ারলাইন্সের কার্যালয়ের আশেপাশে সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন।

অপেক্ষা কৃত কয়েকশ’ প্রবাসী দারিয়ে থাকার পরোও সকাল সাড়ে ১০টা পর্যন্ত টিকিট দেওয়া শুরু করেন নি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

সেখানে শএশএ টোকেনধারী প্রবাসী লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডাকা হয়েছে।
এর মাঝে ৫০০ পর্যন্ত টোকেন ধারীদের দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে।

তা সম্ভব না হলে পরবর্তি দিন শুক্রবার বাকিদের টিকিট ইস্যু করা হবে। জানা গেছে, সৌদির টিকিটের জন্য বিগত এক সপ্তাহ্ ধরেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি প্রবাসীরা।

বুধবার এক বার্তায় সৌদি সরকার জানান যে, আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় হয়েছে,সে কথা শুনার পর স্বস্তিতে ফিরেছেন প্রবাসীরা। তা’ ছাড়া সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোর নিদেশনায় একটু স্বস্তিতে রয়েছেন বাংলাদেশি সৌদিআরবীয় প্রবাসীরা।

সেখানে টিকেট নিতে আশা কয়েক জনের সাথে কথা বলে জানতে পারি, এ ক’দিন ধরে প্লেনের টিকিট নিয়ে দূরচিন্তার বিতর ছিলাম টিকেট আদ্য পাবো কিনা। তবে সে চিন্তা আজ সকাল১০.৩০ হবার পড় কেটেছে।

সেখান থেকে যারা টিকেট পেয়েছেন তাদের সাথে কথা বলিলে জানান,বিগত দিনের সব কষ্ট আমার হাতে টিকিট টি পাবার পড় সব ভুলেগেছি।তবে এখনো অনেক প্রবাসী ভাইরা এখানে অবস্থান করিতেছেন শুধু টিকেট প্রাপতির আশায়।অনেকে আবার হয়রানির অভিযোগ ও করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button