হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ,বয়স্ক ভাতা চালু করেছেন পাপ্পা গাজী।
সাহাদাৎ হোসেন শাহীন,জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ,বয়স্ক ভাতা চালু করেছেন পাপ্পা গাজী।
গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা, বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, ১৯৯৬ সালে জাতির জনকের কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ,বয়স্ক ভাতা চালু করেছে।
সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাতার ব্যবস্থা করেছেন। এর আগে জিয়া ,এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিলো তারা পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে নাই।
তাদের সরকার ছিলো তারা নিজেদের বৃত্তশালী হওয়ার সরকার। দেশে বর্তমানে প্রায় ৫০ লক্ষ লোক ভাতা পাচ্ছে। বর্তমান বাজেটে ভাতার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
তিনি ভাতাভোগীদের উদ্দেশে বলেন, আপনার সন্তান আপনাকে ভুলে যেতে পারে, আপনার স্বামী আপনাকে পরিত্যাগ করতে পারে কিন্তু জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ভুলে যায় নাই। আপনাকে ভাতা দিচ্ছে। এটা ভাতা মনে করবেন না।
এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার টুকরা। সবাই তার জন্য দোয়া করবেন। ভাতা বিতরণে দুর্নীতির সুযোগ নেই।আগামীতে মোবাইল বা ব্যাংকের মাধ্যমে ভাতার টাকা চলে যাবে। সবাই ভাতার টাকার সঠিক খরচ করবেন
গোলাম মর্তুজা পাপ্পা বলেন, যারা পিতা মাতাকে শ্রদ্ধা করে না সমাজের মানুষকে অবহেলা করে। সে নিজে কিছু করতে পারবে না। আর এই ধরণের লোককে আমরা সমাজ থেকে বর্জন করব। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে চলবো তারা আমাদের মাঝে আসতে পারবে না।