জেলার খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভা বরপা ৬ নং ওয়ার্ড বাস স্ট্যান্ড হতে রাস্তার উন্নয়ন কাজ চলছে।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভা বরপা ৬ নং ওয়ার্ড বাস স্ট্যান্ড হতে রাস্তার উন্নয়ন কাজ চলছে।

রূপগঞ্জ তারাব পৌর সভা বরপা ৬নং ওয়ার্ড বাস স্ট্যান্ড হতে মেইন রাস্তার সংরক্ষণ মেরামত আর সিসি ডালাই দিয়ে উন্নয়নের কাজ চলমান। অবশেষে জন দুর্ভোগের অবসান সস্তির নিঃশ্বাস বাংলাদেশ সরকার গরীবের বন্ধু জনগণের শান্তি ও বিশ্বাস। বাংলাদেশর আলোকিত নক্ষত্র মাননীয় দেশ রত্ন শেখ হাসিনা। সারা দেশে এইভাবে যেনো উন্নয়নের কাজ চলমান থাকে। রাস্তা দিয়ে পথচারীরা চলা ফেরা করে রিক্সা অটোসহ বিভিন্ন ধরনের গাড়ী দিয়ে মহল্লাসহ এলাকাবাসীরা চলা চল করে অবশ্যই তাদের দোয়া ও ভালোবাসা মহান সৃষ্টিকর্তার দরবারে পৌছাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে অবিরাম সবসময়ই ধন্যবাদ মাননীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এমপি মহোদয় কে। বরপা এলাকার রাস্তার উন্নয়ন মূলক কাজে নজর রাখার জন্য। দীর্ঘদিন যাবত এই রাস্তার বেহাল অবস্থায় পরিনিত হয়ে পরে রয়েছে।

খুবই ভয়ানক পরিস্থিতির মাঝে রাস্তার অবস্থা ছিলো।
বৃষ্টির পানি হলে রাস্তার ডুবে যেতো পানি জমে কাদার সৃষ্টি হতো। এতে পথচারী ও এলাকাবাসীসহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ জনগণের চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হতো, কিন্তু রাস্তার প্রতি জন প্রতিনিধিদের নজরদারি ছিলো না তাদের কোনো তৎপরতা ছিলো না জন মনে ক্ষোভ ছিলো তাদের প্রতি। রাস্তা দিয়ে সাধারণ জনগণ চলা ফেরা করার সময় অকাজ ভাষায় গাল মন্দ করতো তারা এখন দেখছে সারা দেশে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সময় কিছু অতিবাহিত হলেও উন্নয়নমূলক কাজ অব্যাহত চলমান রয়েছে গোটা জাতি সরকারের প্রতি সন্তুষ্ট।

জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চিরো কৃতজ্ঞ। রাস্তার বেহাল অবস্থা থাকাকালীন সময়ে জনগণের দুর্ভোগ দেখে নিজেকে আর ধরে রাখতে পারি নাই তাই রাস্তার চিত্রটি তুলে ধরেছি জাতির কাছে অনুরোধ জানাচ্ছি মাননীয় সরকারের প্রতি জনগণের দুর্ভোগ দেখার জন্য। যারা পাজারু দিয়ে চলে এসি গাড়ী দিয়ে চলে বিলাসিতা করে তারা বুঝবে কি করে সাধারণ জনগণের দুর্ভোগ ভোগান্তি এইসব তারা আমলে নেয় না।

সাংবাদিক মিডিয়ারা দেশের উন্নয়ন চায় আর চায় ১৬ কোটি জনগণের শান্তি। অবশেষে জনমনে সস্তি বরপা রাস্তার আর সিসি ডালাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button