পাইকগাছা থানা ওসি এজাজ শফী নেতৃত্বে পৌর সদর সহ বিভিন্ন বাজার ও স্থানে মহড়া।
এ কে আজাদ, খুলনার পাইকগাছা প্রতিনিধি-ঃ
পাইকগাছা থানা ওসি এজাজ শফী নেতৃত্বে পৌর সদর সহ বিভিন্ন বাজার ও স্থানে মহড়া
পাইকগাছায় মহামারী করোনা ভাইরাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরীং করছেন থানা ওসি মোঃ এজাজ শফী। এ সময় সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি পৌর সদর সহ বিভিন্ন স্থানে মহড়া পরিচালনা করেছেন।
শনিবার সকাল থেকে অফিসারদের এ নিয়ে দিক নির্দেশনা সহ অফিসারদের সাথে নিয়ে নিয়ে পৌর সদর সহ বিভিন্ন দোকান ও বাজারের বিভিন্ন স্থানে ঘুরে দেখেন এবং সকলকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে এবং সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
এ সময় করোনা পরিস্থিতি নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সারা দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে আগামী ২/১ সপ্তাহে এই রোগটি মারাত্মক আকার ধারন করতে পারে। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশ দেন তিনি। তিনি এই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক দুরত্ব নিশ্চিত করার অনুরোধ করেন। ওসি এজাজ শফি বলেন, আপনারা সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলুন, নিজ ঘরে অবস্থান করুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং সর্বোপরি পরিস্কার পরিচ্ছন্ন জীবন যাপন করুন। এ সময় পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানান এবং সতর্ক করেন।