ধামরাইয়ের RAB-৪ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসীকে ১ লক্ষ টাকা জরিমানা।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে র ্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসীকে ১ লক্ষ টাকা জরিমানা।
ঢাকা জেলার ধামরাই বাজারে অনুমোদনহীন বিদেশি ঔষধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকার অভিযোগে দুইটি ফার্মেসীতে অভিযান চালিয়ে RAB -৪ এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর- ২০২০ খ্রীঃ) বিকেল ৫ টার দিকে র ্যার-৪ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধামরাই বাজারে আছিয়া ফার্মেসী ও লাইফ কেয়ার ফার্মেসী নামে দুই প্রতিষ্ঠানকে প্রতি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা বা অর্থদন্ড দেয়া হয়।
এ’সময় আছিয়া ফার্মেসীর মালিক মোঃ আনিসুর রহমান আনিসকে ৫০ হাজার ও লাইফ কেয়ার ফার্মেসীকে ৫০ হাজার টাকা, মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।।
এ’সময় লাইফ কেয়ার ফার্মেসীর মালিককে যে পর্যন্ত ড্রাগ লাইসেন্স না হওয়া পর্যন্ত লাইফ কেয়ার ফার্মেসী বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে র ্যাব -৪ এর নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আনিসুর রহমান বলেন – অনুমোদনহীন বিদেশি ঔষধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকার অভিযোগে দুটি ঔষধ ফার্মেসীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ’বিষয়ে র ্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন যে সকল প্রতিষ্ঠান যারা ড্রাগ লাইসেন্স ছাড়া ও অনুমোদনহীন বিদেশি ঔষধ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আমাদের এ’অভিযান অব্যাহত থাকবে ।