জেলার খবর

খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে আনারস গাছ কেটে ফেলার অভিযোগ।

খাগড়াছড়ি সংবাদদাতা-ঃ

খাগড়াছড়িতের চাঁদা না পেয়ে কৃষকের ৫ হাজার আনারস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

খাগড়াছড়ির গুইমারার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার দক্ষিণ ফকির নালায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আনারস বাগানের মালিক কৃষক ডালিম মিয়া অভিযোগ করেন, “কয়েকদিন ধরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর স্থানীয় নেতা দুর্জয় চাকমা চাঁদা দাবি করে আসছিল। দুই সপ্তাহ আগে ২ হাজার টাকা দেওয়া হয়েছে। পুনরায় টাকা দাবি করলে তা দিতে রাজি না হওয়ায় রাতের আঁধারে প্রায় ৫ হাজার আনারস গাছ কেটে ফেলেছে।” এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তিনি।

তবে ইউপিডিএফ-এর এর স্থানীয় সংগঠক দুর্জয় চাকমা এ ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত নন বলে জানান।

তিনি বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।”

তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button