মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী ০৫ সেপ্টেম্বর সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মহান মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি চাঁদপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। ৩০ আগস্ট শারীরিক অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয় অতঃপর পরীক্ষা শেষে তাঁর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহান মুক্তিযুদ্ধে আবু ওসমান চৌধুরীর বীরত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়ন, দেশ ও জাতির কল্যাণে এই বীর সেনানীর অনবদ্য ভূমিকা সবসময় আমাদের প্রেরণা যোগাবে।