আন্তর্জাতিক

৭ শর্তে সৌদি ফিরতে পারবে বাংলাদেশসহ ২৫ দেশের প্রবাসীরা।

অনলাইন ডেস্ক-ঃ

৭ শর্তে সৌদি ফিরতে পারবে বাংলাদেশসহ ২৫ দেশের প্রবাসীরা।

অবশেষে সৌদি আরবে ফিরতে পারছেন বাংলাদেশসহ ২৫ দেশের আটকে পড়া প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম কুয়েত ভিত্তিক ‘আল কাবাস’ সৌদি সরকারের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে।

তবে কবে থেকে সৌদি আরবে যাওয়া যাবে এ বিষয়ে কিছু উল্লেখ করা হয় নি। যেই দেশগুলো থেকে সৌদি আরবে যাওয়া যাবে সেই দেশগুলো হলো বাংলাদেশ, কুয়েত, আমিরাত, ওমান, বাহরাইন, মিশর, লেবানন, তিউনিসিয়া, মরোক্কো, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স,জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, তুরস্ক, গ্রীস, ফিলিপাইন,মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া,নাইজেরিয়া এবং ইন্দোনেশিয়া।

সৌদি আরবে ফিরতে হলে পূরন করতে হবে ৭টি শর্ত
১. সকল যাত্রীকে অবশ্যই স্বাস্থ্য শর্তাবলীর প্রতিশ্রুতিবদ্ধ ফর্মটি পূরণ করতে হবে, স্বাক্ষর করতে হবে এবং পরে এয়ারপোর্টের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পৌঁছে দিতে হবে।

২. পিসিআর দেওয়ার ৪ দিন আগে এবং রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত মোট ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
৩. সমস্ত যাত্রীদের অবশ্যই নির্ধারিত দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল এবং নিবন্ধন করতে হবে।
৪. অবশ্যই যাওয়ার ৮ ঘন্টার মধ্যে টাটম্যান(Tatman) অ্যাপের মাধ্যমে অবস্থানরত বাড়িটি সনাক্ত করতে হবে।
৫. যাত্রীদের করোনা ভাইরাসের লক্ষণগুলির কোনও একটি উপস্থিত হলে অবিলম্বে 937 নম্বরে কল করতে হবে বা জরুরি অবস্থাতে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।
৬. যাত্রীদের অবশ্যই টাটম্যান অ্যাপে লগ ইন করতে হবে এবং প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে।.
৭. হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যাত্রীদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button