জেলার খবর

নোয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা।

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ

নোয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের বাজার অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া জেলার বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ বাজার ও নাহারমঞ্জিল নামক এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

এ সময় উক্ত এলাকা সমূহের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, মশলার দোকান ও বেকারিতে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য উৎপাদন করার দায়ে বেস্ট ওয়ান ফুড বেকারি কে ২০ হাজার টাকা এবং মোড়কজাত বিধি অমান্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে দধি ও মিষ্টি তৈরী করার দায়ে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পরিচালিত বাজার অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর শওকত হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button