যশোর জেলার পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তি করলেন পুলিশ সুপার যশোর।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
যশোর জেলার পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তি করলেন পুলিশ সুপার যশোর।
আজ (২০আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় যশোর জেলার পুলিশ লাইন্স পুকুরে ২০২০ খ্রিঃ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় (সরকারি/প্রাতিষ্ঠানিক) জলাশয়ে, যশোর সদর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং জেলা পুলিশ যশোরের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৬০ (ষাট) কেজি মাছের পোনা অবমুক্তি করণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুকুরে মৎস পোনা অবমুক্তি করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, জনাব বিশ্বজিৎ কুমার দেব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, যশোর,
জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর,
জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর,
জনাব মোঃ আবুল কালাম আজাদ, (আরআই), পুলিশ লাইন্স যশোর সহ যশোর সদর উপজেলার ঊর্ধতন মৎস্য কর্মকর্তাগণ ও জেলা পুলিশ যশোরের ঊর্ধতন কর্মকতাগণ।