যশোর মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত।
আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)
যশোর মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায়
শোক দিবস পালিত।
যশোর জেলার মনিরামপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
সেখানে উপজেলা প্রশাসন, পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর ৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য এল জি আরডি প্রতিমন্ত্রী স্বপণ ভট্রাচার্য , এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলার চেয়ারম্যান জনাবা নাজমা খানম
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারূখ হোসেন
এছাড়াও উপস্থিত সেখানে ছিলেন ছাত্র নেতা যুব নেতা সহ সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।