সেনবাগে ১০টি মসজিদে জীবাণুমুক্ত স্যাভলন দিল ইয়াং হেল্প হিউম্যান বিডি।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
সেনবাগে ১০টি মসজিদে জীবাণুমুক্ত স্যাভলন দিল ইয়াং হেল্প হিউম্যান বিডি।
করোনা সংক্রমনের প্রথম থেকেই সেনবাগে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং হেল্প হিউম্যান বিডি টিম।আজমল হোসেন টিটু সহ অন্যান্য দাতা সদস্যদের সহায়তায় এসব স্বেচ্ছাসেবীমূলক কাজ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজের আগেই আজমল হোসেন টিটুর অর্থায়নে ইয়াং হেল্প হিউম্যান বিডি টিম আরো একটি জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করলো।
আর তা হল শাহাপুরের ২টি জামে মসজিদ,আহাম্মদপুরের ২টি জামে মসজিদ,বিন্নাগুনীর ১টি জামে মসজিদ,বাবুপুরের ৫টি জামে মসজিদ সহ মোট ১০টি জামে মসজিদে ফ্লোর জীবানুমুক্ত করার জন্যে ১লিটার করে লিকুইড স্যাভলন পৌঁছে দেয়া।
উক্ত লিকুইড স্যাভলনগুলো মসজিদে পৌঁছে দেন ইয়াং হেল্প হিউম্যান বিডি টিম এর শুভাকাঙ্ক্ষী মাষ্টার জাহাঙ্গীর আলম মানিক,এডমিন রবি,এডমিন খন্দকার আজিম উদ্দিন।সাধারণ পরিষদ এর সদস্য কামাল হোসেন বাবু সহ প্রমুখ।