ধামরাইয়ে সরকারি চাকরি প্রলোভনে টাকা আত্মসাৎ অভিযোগে ২ প্রতারক আটক।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে সরকারি চাকরি প্রলোভনে টাকা আত্মসাৎ অভিযোগে ২ প্রতারক আটক।
ঢাকার ধামরাইয়ে সরকারি চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রিপন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সকালে অভিযুক্ত দুইজনের নামে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাল হোসেনের ছেলে মোঃ আপন আহম্মেদ (৩২), অপরজন একই উপজেলার সোয়াপুর এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন(৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেকারদেরকে সরকারি চাকরির প্রলোভন দিতেন। পরে কয়েক ধাপে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
এবিষয়ে মাকসুদ আলম নামে এক চাকরিপ্রার্থী বলেন, অভিযুক্ত দুইজনকে চাকরির জন্য ১১ লাখ টাকা দিয়েছিলাম। তারা পরীক্ষার কার্ডও এনে দিয়েছিলো। কিন্তু সেই ঠিকানায় গিয়ে দেখি কিছুই নেই। পরে বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি।
একইভাবে প্রতারিত হয়েছেন দেলোয়ার হোসেন নামে আরেক ব্যক্তি। তিনি বলেন, আমার কাছ থেকে চাকরি দেয়ার জন্য কার্ড আসার আগে, পরীক্ষার আগে টাকা নেয়। দুইবারে আমি মোট ৫ লাখ টাকা দেই। শেষবার ভাইবার কথা বলে আরো ২ লাখ টাকা নেয়। পরে সেই ঠিকানায় গিয়ে দেখি কোন অফিসই নেই।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রিপন আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় চাকরি দেয়ার নামে এই চক্রটি অর্থ হাতিয়ে নিচ্ছিলো। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। আটককৃতদের নামে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।