জেলার খবর

নারায়ণগঞ্জে জেলা যুবলীগ নেতার ইন্তেকাল ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জে জেলা যুবলীগ নেতার ইন্তেকাল ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন।

নাঃগঞ্জ জেলা যুবলীগ নেতা এড.শরিফ হোসেন ঢাকার পপুলার হাসপাতালে লিভারের সমস্যায় ভর্তিরত অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না…… রাজেউন। মৃত্যুকালে স্ত্রী ১ কন্যা ও ৬ ভাই বোন রেখে যান। তার মৃত্যুতে নেমে আশে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া।

গতকাল বাদ যোহর খানপুর চিল্ডেন পার্কে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। শরিফ খানপুর বার একাডেমী স্কুল হতে ১৯৯২ সালে এস এস সি পরীক্ষা শেষ করে নারায়নগঞ্জ সরকারী তোলারাম কলেজ হতে শিক্ষাবর্ষ শেষ করে। পরবর্তিতে তিনি নারায়নগঞ্জ আইন কলেজ হতে আইন বিভাগে লেখাপড়া শেষ করে নারায়ণগঞ্জ জেলা জর্জকোর্টে আইন পেশায় নিয়োজিত হয়। শরিফ দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন।

৯০ এর গনআন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি মুখ্যম ভুমিকা রাখেন। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন সংগনের সাথে জড়িত হয়ে কাজ করেছেন।

এছাড়া নারায়ণগঞ্জে সমাজ সেবায় বিশেষ অবদান রাখে শরিফ হোসেন। শরিফ হোসেন তার জীবনের শেষ অনুষ্টানটি করেছিলেন চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধু ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মার্চের ১৭ইং তারিখে। বঙ্গবন্ধু শত তম বার্ষিকী উপলক্ষে জেলার অধিকাংশ স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর দুর্লব ছবি নিয়ে একটি চিত্র পদর্শনীর আয়োজন করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন তার চিত্র পদর্শনী দেখতে এসে প্রসংশীত করেন শরিফ হোসেনকে। শরিফ বঙ্গবন্ধুর আদর্শের একজন সাচ্চা কর্মি হয়ে নারায়গঞ্জে আওয়ামী রাজনীতে যে ভুমিকা আর অবদান রেখে গেছেন যা কখনও ভুলার নয়। তার এই অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ একজন রাজপর্থের লড়াকু সৈনিককে হারিয়েছে যা কখনও পুরন হবার নয়। এছাড়াও শরিফ হোসেন একাধারে নারায়ণগঞ্জে রাষ্ট্রিয় অনুষ্টানের একজন ভাষ্যকর ছিলেন।

রাষ্ট্রের সকল অনুষ্টানে মধ্যরাত কিংবা ভোর হতে মাইক্রোফোন হাতে নিয়ে ভাষ্যকরের দায়িত্ব পালন করতে দেখা যাওয়া এই ব্যাক্তি আর ফিরে আসবে না নারায়নগঞ্জবাসীর মাঝে। মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে গতকাল দুপুর ২টায় তাকে দাফন করা হয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় আগামী রবিবার বাদ আছর বালুরমাঠ নুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তার বন্ধু মহল।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ আলহাজ¦ এ কে এম শামীম ওসমান, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button