জেলার খবর

পাইকগাছায় সরল চলন্তিকা সংঘের পক্ষ থেকে রাশেদুজ্জামান গাজী (মিলন) এর অকাল মৃত্যুতে তার পরিবারের হতে চেক প্রদান।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় সরল চলন্তিকা সংঘের পক্ষ থেকে রাশেদুজ্জামান গাজী (মিলন) এর অকাল মৃত্যুতে
তার পরিবারের হতে চেক প্রদান।

খুলনার পাইকগাছা পৌর সদরের সরল গ্রামের ঐতিহ্যবাহী “সরল চলন্তিকা সংঘের” প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রাশেদুজ্জামান গাজী (মিলন) গত ইং ২০/০৭/২০২০ তারিখ রোজ সোমবার অকাল মৃত্যু হয়।

তার পরিবারের পক্ষে মিলন গাজীর স্ত্রীর হাতে সরল চলন্তিকা সংঘের পক্ষ থেকে ২২,৫০০ টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন। সংঘের সভাপতি ও পাইকগাছা পৌর মেয়র মো:সেলিম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক জি এম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি প্রভাষক মৃন্নয় মন্ডল, প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, ভরত চন্দ্র মন্ডল, অখিল মন্ডল, জগদীশ রায়, দীপঙ্কর শীল, মো: আবু মোছা, যুগ্ম সাধারন সম্পাদক দীপক কুমার মন্ডল, শেখর মন্ডল, কাজী রনি, সমর মূখার্জী, রাম মন্ডল, প্রদীপ ব্যানার্জী,কোষাধ্যক্ষ পঙ্কজ কুমার সানা, বিদ্যুৎ কুমার ঘোষ, মধুসূদন বাছাড়, রমেশ মন্ডল, এছাড়া সদস্য হিসাবে উপস্থিত ছিলেন।

প্রভাষক মনোরঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষক সুব্রত সানা, পবিত্র মন্ডল, প্রভাষক শুশাঙ্ক মন্ডল, প্রভাষক জীবেশ চন্দ্র রায়, জনাব মো: আসলাম পারভেজ, দীপংকর মন্ডল, মো জাকির হোসেন, প্রভাষক বিপ্লব মন্ডল, প্রশান্ত চক্রবর্তী, শরিফুল ইসলাম, আলী হোসেন, ভূপতি মন্ডল, মো: খোকন, জনাব মো: রতন ইসলাম, বাবু মন্ডল, বসন্ত মন্ডল সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button