ধামরাইয়ে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক যৌথ সভা অনুষ্ঠিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক যৌথ সভা অনুষ্ঠিত।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধামরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কর্মসূচি গ্রহণ করার জন্য প্রস্তুতিমূলক যৌথ সভা গতকাল শুক্রবার (৭ ই আগষ্ট) বিকালে ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিকুল আনোয়ার শফি এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজের সঞ্চালনায় যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি।
শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক যৌথ সভার প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি, স্হানীয় এমপি আলহাজ্ব বেনজীর আহমদ বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর শোক দিবসে শোককে শক্তিতে রুপান্তর করতে হবে। দেশকে এগিয়ে নিতে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই মানণীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘজীবি হোন। অনেক ষড়যন্ত্র হচ্ছে, সবার সতর্ক থাকতে হবে।
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস জমকালো করা যাবে না, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে দেশের মানুষ অনেক সমস্যার মধ্যে আছে। শোক দিবসকে অর্থবহ করতে পৌরসভা ও ধামরাইয়ের ১৬ টি ইউনিয়নে বন্যার্ত অসহায় মানুষের জন্য সহায়তা করতে হবে। তাই এবার সকলকে বন্যার্ত পরিবারদের পাশে দাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। মুলত যে খাবার আমরা বিতরণ করি তা যেন বন্যা প্লাবিত পরিবার এর মাঝে পৌছে, এটাই মুল উদ্দেশ্য।
এ’সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিদ্বয় অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, আব্দুল আলীম খান সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক, এনামূল হক আইয়ুব, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাসুম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, উপজেলা আওয়ামী যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা,ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমগ্র ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ।