বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভোরে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে চিত্ত ঘোষ (২২) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে শিমুল (২৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড় আচঁড়া সীমান্তে অপেক্ষা করছে।
এমন খবরে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেনসিডিল ও শিমুলকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।