জেলার খবর

যশোর মনিরামপুরে ভাসমান সেতুতে মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব।

আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)

যশোর মনিরামপুরে ভাসমান সেতুতে মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব।

পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে দুর দুরন্ত থেকে প্রতিদিন ছুটে আসছে দর্শনার্থী ভাসমান সেতু ও সংলগ্ন পার্কে ।

যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন ঐতিহ্যবাহি ঝাঁপা ভাসমান সেতু টি অবস্থিত

ভাসমান সেতু নাম শুনলেই আশ্চর্য হয়ে উঠে মন
এবং পানির উপরে ভেসে আছে ব্রিজ
না জানি কত সুন্দর সেতুটি, এই জল্পনা কল্পনার সমাপ্তি ঘটাতে ঈদ পুজা ও সরকারি ছুটির দিনে এখানে দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে ।

তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে
সামাজিক দুরত্ব বজায় রাখা জরুরী কিন্ত ভাসমান সেতুতে কোন প্রকার সাস্থ্যবিধি সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা।

গত পবিত্র ঈদুল ফিতরের সময় জনসমাগম ঠেকাতে
মাঠে ছিলেন সেনাবাহিনী ও পুলিশ এবার প্রশাসনের নিরবতায় দুর দুরন্ত থেকে আসা দর্শনার্থীদের বেপরোয় ভিড় জমেছে

কোন দর্শনার্থীদের মুখে মাস্ক নাই সামাজিক শারীরিক দুরন্ত মানা হচ্ছেনা এখানে। কয়েজন দর্শনার্থীদের কাছে মাস্ক না পরার কারনে জানতে চাইলে তারা জানান, প্রচন্ড গরমে মাস্ক মুখে দিলে শ্বাস নিতে কষ্ট হয়

এব্যাপারে স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে
তারা বলেন ঈদ উপলক্ষে এই জনমাগম আমাদের জন্য ক্ষতিকর ও ভয়ংকর। কিন্তু আমাদের করার কিছু নাই এখানে সেতু কতৃপক্ষ ক্ষমতাসীন দলের নেতারা এটি পরিচালনা করছেন ।

এই বিষয়ে স্থানীয় নেতাদের বক্তব্য নেয়া হয়নি কারণ কিছু সন্ত্রাসী ও মাস্তান সেতু পরিচালনা করেন অনেক সময় তাদের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের অপমান ও নির্যাতের স্বীকার হতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button