জেলার খবর

পিতা মাতার পাশেই শায়িত হলেন সাবেক এমপি নুরুল হক, জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ !

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পিতা মাতার পাশেই শায়িত হলেন সাবেক এমপি নুরুল হক, জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ !

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মো: নুরুল হক কে জানাযা শেষে পিতা মাতার পাশে শাহীত করা হয়। বুধবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আলহাজ্ব এ্যাড.শেখ মো: নুরুল হক (৮০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে এ খবর তার বাড়ী ও নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রায় পৌছালে শোকের ছায়া নেমে আসে।

আজ বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামে নিজ বাড়ীতে মরহুমের লাশ পৌঁছালে সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। সকাল ১১ টায় পুরাইকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা পূর্বে দলীয়ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। খুলনা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বি এম আব্দুস সালাম, কামরুজ্জামান জামাল ও আবু হানিফের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য সাবেক এমপি এ্যাড, সোহরাব আলী সানা, মরহুমের পরিবারের পক্ষ থেকে বড় পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু সহ আরো অনেকে।

স্মৃতিচারণ শেষে জানাযায় অংশগ্রহন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বি এম খালিদ হোসেন সিদ্দিকী, কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ আখম তমিজউদ্দীন, সুপার আমিনুল ইসলাম, পাইকগাছা পৌর-মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, এস এম এনামুল হক, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা কর্মচারীরা, আ’লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা ও এলাকার শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা নামাজ মাওঃ দিছারউদ্দীন পরিচালনা করেন। জানাযা শেষে মরহুমের লাশ তার পিতা মাতার পাশে শায়িত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button