নোয়াখালীর বেগমগঞ্জে চেয়াম্যানদের নিরাপত্তা না দিলে ত্রান বিতরণ বন্ধ
আনোয়ারুল করিম মানিক,নোয়াখালী জেলা প্রতিনিধি-ঃ
ত্রান বিতরণকালে হামলা, নিরাপত্তা বিঘ্নিত, অপপ্রচার বন্ধ, সরকারী ত্রান অপ্রতুলতাসহ কয়েকটি দাবিতে বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির উদ্যেগে উপজেলা পরিষদে সমিতির কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এতে দাবি পাঠ করেন, সমিতির সভাপতি মোঃ আরিফুর রহমান। যাতে বলা হয়, আমিনুর রসূল মিন্টু, আনিসুর রহমান, কামরুল হুদা মিন্টুসহ কয়েক জন চেয়াম্যানের উপর হামলা এবং ঘটনার সাথে জড়িত আসামিরা গ্রেপ্তার হলেও জামিনে এসে আসামিরা তাদেরকে হত্যার পরিকল্পনা করছে। ফলে সকল চেয়ারম্যানগণ পরিবার পরিজন নিয়ে দারুন নিরাপত্তা হীনতায় ভুগছে। পুলিশের নিকট বার বার জানানো হলেও অদ্যবধি কোনো ব্যবস্হা নেওয়া হয়নি। এইভাবে চেয়ারম্যানদের নিরাপত্তা বিঘ্নিত হলে সামনে সরকারী ত্রান সরবরাহ কিংবা বিতরণ বন্ধ করে দেওয়া হবে।
এতে উপস্হিত ছিলেন, আনিসুর রহমান, কামরুল হুদা মিন্টু, রফিকুল ইসলাম মিলন, শাহাদাত হোসেন রশিদ, মোস্তাফিজুর রহমান সেলিম, খলিলুর রহমান, মোস্তফা কামাল, শাহাজান সাজু, হারুনুর রশিদ বা”চু, আবেদ সাইফুল কালাম, নূরুল হোসেন সেলিম, জাহাঙ্গীর আলম হিরণ, তরিক উল্যাহ জিন্নাহ, আমিনুর রসূল মিন্টু, মোঃ সালাহ উদ্দিন চেয়াম্যান।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদের আশু হস্তক্ষেপ কামনা করছে।