জাতীয়

দেশে আজ করোনায় ৩৫ জনের ‍মৃত্যু ২৯৬০ জন সনাক্ত।

স্টাফ রিপোর্ট-ঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩৫ জনের ‍মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার জনে। এসময় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৬০ জন। এ নিয়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।

করোনাভাইরাস বিষয়ে আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। তবে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। এরপর প্রায় তিন মাসে গেল ১০ জুন করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়ায়। গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ায়, দ্বিতীয় এক হাজার সংখ্যক করোনারোগী মারা যায় ২৫ দিনে। এবার তৃতীয় এক হাজার সংখ্যক রোগী মারা গেল আরো কম সময়ে, মাত্র ২৩ দিনে।

আজকের প্রেস ব্রিফিংয়ে ৮১টি আরটি-পিসিআর ল্যাবের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৭০টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭১৪টি। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button