জেলার খবর

ফেণীতে সরকারি কার্ড বিতরনে অতিরিক্ত টাকা আদায় কালে কাউন্সিলর আটক।

ফেণী প্রতিনিধিঃ

ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড পূর্ব মধুপুর এলাকায় মাতৃদুগ্ধ ভাতার কার্ড দেয়ার নামে টাকা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলর আবু ইউসুফ বাদলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শুক্রবার দুপুরে দরিদ্র লোকজনের কাছ থেকে টাকা নেয়ার সময় অভিযান চালিয়ে বাদলকে হাতেনাতে আটক করা হয়েছে।
তিনি প্রতিটি মাতৃদুগ্ধ কার্ডের জন্য তিন হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তার কাছ থেকে ৪৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এমনকি ১০ টাকা মূল্যের সরকারি খাদ্যবান্ধব চালের কার্ড বণ্টনের সময়ও টাকা আদায় করতেন বলে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ আছে বলে জানায় র‌্যাব।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বলেন, মাতৃদুগ্ধ ভাতার কার্ডসহ বিভিন্ন ভাতা দেয়ার নামে দরিদ্র মানুষের থেকে টাকা আদায়ের অভিযোগে একজন পৌর কাউন্সিলরকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button