বাংলাদেশের বিরোধী দল বিএনপি আজ দাবি করেছে,স্বাস্থ্য খাতের দুর্নীতির দায় আবশ্যই সরকারকে বহন করতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীতে নিজ বাসায় আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, করোনার ভুয়া সনদে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুন্ঠিত হয়েছে। এ সময় দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্য খাতের ক্ষতি ও জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব।একই সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রিজাইন করেছেন। আসলে তাকে বরখাস্ত করা উচিত ছিল। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই নয় এর সঙ্গে মন্ত্রণালয়ের যারা জড়িত আছেন, যারা করোনা নিয়ে ভুল তথ্য দিয়েছেন জনগণকে তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আর এর দায়-দায়িত্ব অবশ্যই সরকারের ওপরে বর্তাবে।