জেলার খবর

চাটখিলে রিক্সা চালক হত্যাকারী মোহন গ্রেপ্তার।

স্বপন পাটওয়ারী, চাটখিল উপজেলা প্রতিনিধি-(নোয়াখালী)

চাটখিলে রিক্সা চালক হত্যাকারী মোহন গ্রেপ্তার।

গত ২১/০৭/২০২০ তারিখ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় চাটখিল থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইলে কল আসে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের ইউসুফ আলী তফাদার বাড়ির সামনে ভিপি মিজান সড়কে একটি অজ্ঞাতনামা লাশ পড়ে আছে।সংবাদপ্রাপ্তির সাথে সাথেই অফিসার ইনচার্জ তার টিম নিয়ে ঘটনাস্থলে যান।ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি ধারনা করেন ভিকটিম একজন রিক্সা চালক।ঘটনাস্থল থেকে রিক্সা,ছেড়া শার্টের টুকরা ও মেয়েদের ওড়না জব্দ করেন।ভিকটিমের টাকাও তার নিকট আছে।বারবার প্রশ্ন জাগে, তাহলে এই নিরহ রিক্সা চালক কে, কে হত্যা করবে?কার সাথে নিরহ, গরীব রিক্সা চালকের শত্রুতা।তাহলে কি মেয়েলি কোন সমস্যা নাকি ছিনতাই। হত্যাকান্ড নিয়ে মাননীয় পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সাথে আলোচনা কালে,তিনি পরামর্শ দেন যে হত্যাকারী ঐ এলাকার কেউ হতে পারে। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পরামর্শক্রমে সে রাতেই চলে নির্ঘুম তদন্ত।ভোর বেলায় চাটখিল থানায় ফোন অাসে ওড়না ও শার্ট পরে এক বখাটে ঘটনাস্থলের পাশে এক চায়ের দোকানে ঘটনার দিন অনুমান ৬:৩০ ঘটিকার সময় অপর একজন সহ চা পান করেছে।উক্ত সংবাদের সূত্রধরে ঘটনাস্থলের পাশের বাড়ি থেকে মোহন কে আজ ভোরে গ্রেফতার করে ঘটনার স্হানে হত্যায় ব্যবহিত অস্ত্র উদ্ধারের জন্যে অভিযান পরিচালনা করে।গ্রেফতারের পর মোহন হত্যাকান্ডে নিজের এবং আরও একজন হত্যাকারীর সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন।বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করে।এভাবে একটি ক্লুলেস মামলার রহস্য ২৪ ঘন্টার মধ্যে উদঘাটন করে নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button