করোনা ও বন্যা কবলিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই প্রধানমন্ত্রী বুধবার দুপুর দেড়টায় ১৫ মিনিট স্থায়ী ওই ফোন কলে করোনা ও বন্যা নিয়ে আলোচনা করেন উভয় প্রধানমন্ত্রী। তবে এর বাইরে অন্য কোনো ইস্যু ছিল কি না তা জানা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১৩:৩০ ঘটিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোন করেন। দু’নেতার কথপোকথন প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান।
প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে কথা বলেন। এরপর ইমরান খান শেখ হাসিনার নিকট বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।