ধামরাইয়ে অবৈধ জুস কারখানা সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে অবৈধ জুস কারখানা সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার ধামরাইয়ে অবৈধ ভাবে ম্যাংগো জুস তৈরি, বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে নিউ ভরসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি কারখানার ভবন মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।
সোমবার (২০শে জুলাই) দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলানির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক এর নেতৃত্বে এ’অভিযান পরিচালনা করা হয়।
এ’বিষয়ে নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ সামিউল হক বলেন- নকল ম্যাংগো জুস তৈরি ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও তথ্য গোপনের অপরাধে নিউ ভরসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মালিক রফিকুল ইসলাম পালিয়ে গেলে কারখানার ভবন মালিক কিরনা আক্তারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারখানার উৎপাদিত পন্য ও মেশনারিজ জব্দ করা হয়েছে।