দোহারে নারকীয় খুন ধর্ষনের প্রতিবাদ মানব বন্ধন কর্মসূচিতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
রনজিত কুমার পাল বাবু স্টাফ রিপোর্টার-ঃ
দোহারে নারকীয় খুন ধর্ষনের প্রতিবাদ মানব বন্ধন কর্মসূচিতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
ঢাকার দোহারের জয়পাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকার (৪৫) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে ও তার বড় ভাইয়ের স্ত্রী মনি কর্মকারকে গণধর্ষন এর বিরুদ্ধে প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার ও ফাঁসীর দাবীতে হিন্দু মহাজোট এর মানববন্ধন ।
শনিবার (১৮ই জুলাই) ঢাকার প্রেস ক্লাব এলাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে সারাবিশ্ব স্তম্ভিত। কিন্তু এ’সময়ও বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতন, খুন, হত্যা, ধর্ষণ, জমি, বাড়ি, দোকানঘর দখল থেমে নেই।
দোহারে নারকীয় খুন ধর্ষন সহ সারাদেশে সকল হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, হত্যা, ভূমি
দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন দোহার উপজেলার জয়পাড়ায় হত্যা ধর্ষণ সহ সারাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতন কারীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হউক ।তা না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দিয়ে দোষীদের গ্রেফতার করতে বাধ্য করা হবে ।
এ’মানব বন্ধন কর্মসূচিতে হিন্দু মহাজোট ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন এর সকল পর্যায়ের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।