জেলার খবর

যশোরে এতিমদের মাঝে পবিত্র কোরআন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন, উদ্ভাবক মিজান।

আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)

যশোরে এতিমদের মাঝে পবিত্র কোরআন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন, উদ্ভাবক মিজান।

প্রতি জুম্মার ন্যায়
আজ শুক্রবার (১৭জুলাই) শার্শার কৃতি সন্তান উদ্ভাবক মিজানুর রহমান মিজান
যশোর ঝিকরগাছা নওয়ালী হাফেজিয়া ও এতিমখানায় পবিত্র কুরআন ও খাবার বিতরণ করেন

করোনার প্রথম থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে
এবং যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়
ততদিন এ কার্যক্রম আব্যহত রাখবেন বলে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান
দেশ সেরা উদ্ভাবক মিজান

উদ্ভাবক মিজান বলেন
মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘর বন্দি,পারছে না সঠিক ভাবে জীবিকা নির্বাহ করতে।

ফলে দারিদ্র পরিবার গুলো পড়েছে চরম বিপর্যয়ে।

ঠিক সেই মুহূর্তে শার্শা নাভারণ ঝিকরগাছা কেশবপুর সহ বিভিন্ন এলাকায় অসহায় দারিদ্র পঙ্গু ও পশু প্রাণিদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি

তিনি আরো জানান খুব দ্রুত ভাবে অসহায় হত দরিদ্র মানুষের জন্য
বিনামূল্যে খাবার হোটেল করার সিদ্ধান্ত নিয়েছি

তিনি বলেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি শান্তি ও আনন্দবোধ করি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button