মনিরামপুর জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ।
আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)
মনিরামপুর জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ।
আজ শুক্রবার জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাংবাদিক আবদুল্লাহ আল মামুন ,
মোঃ হেলাল উদ্দিন , আশিকুর রহমান, সারাফাত হুসাইন।
স্বেচ্ছাসেবী মামুন যশোর মনিরামপুর সহ দেশ বাসিকে গাছ লাগানোর জন্য আহবান জানান।
তিনি বলেন, মানুষের স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের।
বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করা উচিত।
পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির ভেতরকার ২৫ শতাংশই বৃক্ষ।
বৃক্ষ ছাড়া প্রাকৃতিক পরিবেশের কল্পনা করা অবান্তর।
মানুষের প্রয়োজনীয় জীবনোপকরণ হিসেবে ফলবান বৃক্ষরাজি ও সবুজ-শ্যামল সৃষ্টি করেছেন।
বনভূমির মাধ্যমে পৃথিবীকে সুশোভিত ও অপরূপ সৌন্দর্যমণ্ডিত করেছেন।
গাছপালার মাধ্যমে ভূমণ্ডল ও পরিবেশ-প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের শিক্ষা দিয়েছেন।
এ জন্য আমাদের সকলের উচিত বৃক্ষ রোপন করা।
জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মামুন বলেন আমাকে বৃক্ষ রোপনের জন্য বলেন
জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান
এবং তিনি নিজেই যশোর শার্শা নাভারণসহ বিভিন্ন এলাকায় গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে যাচ্ছেন।