ডাক্তার সাবরিনা নির্দোষ হলে আমি খুশি হবো অপরাধ প্রমাণিত হলে কষ্ট পাবো শামীম ওসমান।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
ডাক্তার সাবরিনা নির্দোষ হলে আমি খুশি হবো অপরাধ প্রমাণিত হলে কষ্ট পাবো শামীম ওসমান।
করোনাভাইরাস পরীক্ষার জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ নির্দোষ প্রমানিত হলে খুশি হবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমান। তিনি বলেন, সাবরিনা যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে আমি খুশি হবো। আর যদি দোষী প্রমাণিত হন তাহলে কষ্ট পাবো। কারণ তার পেশা আমার থেকে অনেক সম্মানিত। তারা আমাদের জীবন বাঁচান। সন্তানদের আশ্রয়স্থল মা, আর রোগীর আশ্রয়স্থল ডাক্তার তাই আমি তাদের সম্মান করি, আর আমি কষ্ট পেয়েছি এর মূল কারন হলো আমি ঐ ভদ্র মহিলাকে বোন বলে সম্মোধন করেছিলাম।
(১৪ জুলাই) ঢাকার একটি লাইভ অনুষ্ঠানে শামীম ওসমান এই কথা বলেন।
তিনি আরো বলেন, জেকেজি যখন নারায়ণগঞ্জে গেলো তখন নারায়ণগঞ্জে কোনো টেস্ট হয় না। এমন এলাকায় যখন জেকেজি প্রতিষ্ঠানকে দেয়া হলো তখন আমার মনে হলো আমি আকাশের চাঁদ পেলাম। তাড়াতাড়ি করে দুটি স্কুলে তাদের জন্য সমস্ত ব্যবস্থা করলাম। একই সঙ্গে আমাদের সিভিল সার্জন, করোনা ফোকাল পার্সনকে এবং গোয়েন্দা সংস্থাকে লাগালাম। সঙ্গে সাতজন সাংবাদিক ভাইকে লাগালাম যে, তারা ঠিক মত কাজ করছে কিনা। প্রথম প্রথম কাজ করার সময় দেখলাম তাদের কাজের সঙ্গে আমি সন্তুষ্ট হতে পারলাম না। তখন আরিফ সাবেক এবং ডিজি সাহেবকে ধরলাম। আরিফ সাহেব আমাকে ভিডিও দিয়ে বললেন সব ঠিক আছে। আমি যখন টেস্ট করাতে গেলাম, আমার মনে হল কাজটা এপ্রোপ্রিয়েট না। আমি তাদের সিইও কে জিজ্ঞাস করলাম আপনাদের লোকদের প্রশিক্ষিত করান কে? তিনি আমাকের বললেন ডা. সাবরিনার কথা। আমি তাকে কল করলাম, নারায়ণগঞ্জে যারা কাজ করছে তারাকি ভাল ভাবে প্রশিক্ষিত? তিনি বললেন, আমরা তাদের ট্রেনিং দিয়েছি। আমি জিজ্ঞাস করলাম আপনি কে? তিনি বললেন, হার্ট কার্ডিওলজিস্ট। হার্টের কার্ডিওলজিস্ট শুনার পর আমার তার প্রতি শ্রদ্ধা জন্মালো। মে মাসে জেকেজির আরো অনিয়ম দেখে আমি তাকে কল দিলাম। তিনি বললেন, সে আর তাদের সঙ্গে নেই। তাদের নৈতিকতায় মিলছে না।