বজ্রপানির মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণের শিকার হয়ে স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তিতে ফতুল্লাবাসী।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
বজ্রপানির মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণের শিকার হয়ে স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তিতে ফতুল্লাবাসী।
আজাদ ডাইংয়ের বর্জ্য পানির মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণের শিকার হয়ে স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তিতে ফতুল্লাবাসী। এ স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তির শিকার হয়ে জনসাধারণের পক্ষে মোঃ সাইদুর রহমান সহ এলাকাবাসী বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিবেশ অধিদপ্তর, সদর উপজেলা নির্বাহী অফিসার, ফতুল্লা মডেল থানা, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জনসাধারণের পক্ষে মোঃ সাইদুর রহমান সহ এলাকাবাসী এ স্মারকলিপি প্রদান করেন।
এলাকার জনসাধারণের পক্ষে মোঃ সাইদুর রহমান স্মারকলিপির বরাত দিয়ে জানান, আমরা ফতুল্লা থানার ৬টি গ্রাম যথা ফতুল্লা, লালপুর, পৌষার পুকুরপাড়, আলামিনবাগ, রুসেন হাউজিং ও মডার্ন হাউজিংয়ের জনসাধারণ দীর্ঘদিন যাবত আজাদ ডাইংয়ের বর্জ্য পানি এবং জমা পানির কারণে এলাকায় দুর্গন্ধময় পরিবেশে জীবন-যাপন করছি। অত্র এলাকার রাস্তার হাটুর উপর পর্যন্ত বিষাক্ত ও দুর্গন্ধময় পানি বিদ্যমান। যারফলে রোগ জীবাণু ছড়িয়ে এলাকা দূষিত হওয়াসহ ব্যাপকভাবে জন-জীবন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় আমাদের এলাকায় অবস্থিত ৮টি স্কুল, ৪টি মাদ্রাসা এবং ৪টি মসজিদ ও ৪টি মন্দির বিদ্যমান আছে। অত্র এলাকার ছাত্র-ছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারছেনা এবং বিভিন্ন অফিস-আদালত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক-শ্রমিকাগণ যাতায়াত করে প্রতিনিয়ত ভীষণ কষ্টের সম্মুখীন হচ্ছে। যার কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং এলাকার মুসল্লী এবং মন্দিরে ভক্তবৃন্দসহ সকলেই এই অসুবিধার সম্মুখীন হচ্ছে। নিত্য এই সমস্যার কারণে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় প্রায় ৬/৭ শত বাড়িতে প্রায় ৩ হাজার পরিবারের প্রায় ১২ হাজার লোক ময়লা আবর্জনার মধ্যে পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছি। যার কারণে অত্র এলাকার বিষয়টি অতিস্বত্তর সমাধান না করলে এলাকায় যেকোনো ধরনের মহামারী রোগ ব্যাধিসহ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার অপূরণীয় ক্ষতি হবে বলে মনে করছেন এলাকাবাসী। ছাত্র-ছাত্রীদের এবং জনস্বাস্থ্য তথা এলাকার সার্বিক অবস্থা বিবেচনা করে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।