নারায়ণগঞ্জের বন্দরে অগ্নকিান্ডের ঘটনা অনেক দোকান পাট পুরে ছাই।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের বন্দরে অগ্নকিান্ডের ঘটনা অনেক দোকান পাট পুরে ছাই।
নারায়ণগঞ্জের বন্দরে বদৈুতিক শর্ট সার্কিট থকে অগ্নকিান্ডের ঘটনা ঘটছে। অগ্নকিান্ডের ঘটনায় ৩টি দোকান সর্ম্পন পুড়ে গিয়েছে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়ছে বলে মালকি পক্ষ দাবি করছে। তবে এ ঘটনায় কোন আহত বা হতাহতের কোন সংবাদ পাওয়া যায়ি। গত ১৩ জুলাই সোমবার রাতে বন্দর উপজেলার কড়পিড়া এলাকায় এ অগ্নকিান্ডের ঘটনা ঘটে। অগ্নকিান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নকিান্ডের সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ী পুলিশের দ্রুত ঘটনাস্থল পরর্দিশন করনে। তবে অগ্নকিান্ডের ঘটনায় ক্ষতিপূরণের বাবদ মালিকপক্ষ ৩০ লাখ টাকা দাবি করলওে বন্দর ফায়ার র্সাভিস র্কতৃপক্ষ জানয়িছেে ভন্নি কথা। ফায়ার র্সাভসি জানয়িছেে ক্ষতরি পরমিান হবে ৫ লাখ টাকা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালকি মামুন ১৪ জুলাই সোমবার দুপুরে বন্দর থানায় জিডি করছেনে। যার জিডি নং- ৪৪১ তাং- ১৪-৭-২০ইং।
জানা গেছে, বন্দর থানার কড়পিড়া এলাকার ভূইয়া ফরন্সের্ ফার্নিচার মালকি মামুন ভূইয়া ও মমি স্ট্রলি মালকি মহনি সাউদ ও সোমাইর্ পান মালিক শহদিুল্লা প্রতদিনি ন্যায় গত সোমবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়তিে আসে। পরে ওই রাতে হটাৎ অগ্নকিান্ড সংগঠতি হয়ে উল্লেখ্যীত ৩টি দোকান সর্ম্পন পুড়ে যায়। সংবাদ পেয়ে দোকান মালকিরা দ্রুত ঘটনাস্থলে পৌছানোর পূর্বে দোকানের মালামাল পুড়ে যায়্ তারা গনমাধ্যমকে জানয়িছে ক্ষতির পরমিান হবে প্রায় ৩০ লাখ টাকা।