কাহারোলে কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদ সভা
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৪ নং তারগাও ইউনিয়নে অবস্থিত গত ২৮ জুলাই বৃহস্পতিবার বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি কৃষ্ণ কান্ত সরকার আনুষ্ঠানিক ভাবে মঞ্চে অতিথিদের সমুখে শব্দযন্ত্রের মাধ্যমে বুলিয়া বাজার জন কল্যান কাম ক্লাবকে উদ্দেশ্য করে এবং এলাকার জনগনের উদ্দেশ্য করে অক্ষত ভাষায় গালাগালী এবং অশালীন বক্তব্যের প্রতিবাদে ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই সন্ধা ৭ টা ৩০ মিনিটে বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে জমিদাতা ও প্রাপ্তন শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বুলিয়া বাজার জন কল্যান কাম ক্লাবের সাধারন সম্পাদক হৃদয় চন্দ্র রায়. ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ মমতাজ আলী.সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল বাসেদ মাস্টার.ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিনেশ চন্দ্র রায়. ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ.যুবলীগ ত্রান বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক.বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটির সদস্য ধনেশ্বর রায়(হাবাং)।
এসময় বক্তরা বলেন বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি কৃষ্ণ কান্ত সরকার একজন উচ্চ শিক্ষিত মানুষ তিনি বুলিয়া বাজার কলেজের একজন প্রভাষক তিনার মতো মানুষ একটি উদ্বোধনী অনুষ্ঠানে একটি রেজিষ্ট্রেশন প্রাপ্ত ক্লাবের বিরুদ্ধে এবং স্থানীয় জনগনকে উদ্দেশ্য করে অসামাজিক ভাবে অক্ষত ভাষায় গালাগালি অশ্নিল ভাষা প্রয়োগ করায় আমরা ক্লাবের পক্ষ হতে এবং এলাকাবাসীর পক্ষ হতে ধিক্কার জানাচ্ছি পাশাপাশি তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য এলাকাবাসীর সন্মান ও ক্লাবের সুনাম খুন্য হয়েছে বলে আমরা মনে করছি আমাদের সন্মান খুন্য করার জন্য আমরা সভাপতির অপসারন দাবি জানাচ্ছি।
যদি এর কোন সুরাহা না হয় তবে আমরা সকল অভিভাবকরা আমাদের শিশুদের ঐ স্কুলে নাপাঠানোর সিদ্ধান্ত গ্রহন করবো এ ধিক্কার কোন সভ্য মানুষের জন্য নয় এ ধিক্কার একজন দুষ্টু শিক্ষিত অমানুষের জন্য জানাই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর সুরাহা না হলে আমরা এলাকাবাসি ও ক্লাবের সমন্বয়ে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য আমরা এর সুষ্ট বিচার দাবি জানাচ্ছি এবং তার বরখাস্ত দাবী করছি সংস্লিষ্ট দপ্তরের নিকট।