ধামরাইয়ে হিন্দু,বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধিঃ
ধামরাইয়ে হিন্দু,বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
ঢাকার ধামরাইয়ে হিন্দু,বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ,ধামরাই উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন,সংখ্যালঘু নিরাপত্তা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ ও সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বিকেল চার ঘটিকায় সময় ঐতিহাসিক ধামরাই রথখোলা প্রাঙ্গণে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক স্বর্ণ কমল ধরের সঞ্চালনায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন,সংখ্যালঘু নিরাপত্তা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ ও সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন সহ অন্যান্যরা।
এ’সময় আরো উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় সাহা, পৌর শাখার সভাপতি দুলাল চন্দ্র সরকার, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রান গোপাল পাল, বীর মুক্তিযোদ্ধা তরুন চৌধুরী, স্বপন পাল কালা,শীতল সরকার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সরকারের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন,সংখ্যালঘু নিরাপত্তা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ ও সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানান।