জেলার খবর

আগামী নির্বাচনে পরাজয়ের লজ্জায় বিএনপি আর ঘর থেকে বের হবে না-মনোরঞ্জন শীল গোপাল এমপি

রশিদুল ইসলাম টিপু দিনাজপুর প্রতিনিধিঃ

আগামী নির্বাচনে পরাজয়ের লজ্জায় বিএনপি আর ঘর থেকে বের হবে না-মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আগামী নির্বাচনে পরাজয়ের লজ্জায় বিএনপি আর ঘর থেকে বের হবে না। জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি। দেশের যে উন্নয়ন অগ্রগতি এই অগ্রগতিতে মানুষের জীবন যাত্রার মান পাল্টে গেছে। দেশের উন্নয়ন অগ্রগতির কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ এখন শেখ হাসিনার বাইরে আর ভাবে না।

শনিবার (২৮ মে ২০২২) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উ”চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থি’ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

চ‚ড়ান্ত খেলায় অংশ নেন ৪ নং ইউনিয়ন পরিষদ বনাম ১ নং ডাবোর ইউনিয়ন পরিষদ। ১-৪ গোলে ৪ নং তারগাও ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ২ নং রসুলপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও পুরস্কার প্রদান করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এর আগে কাহারোল উপজেলা চত্বরে হেকস/ইপার এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রিভাইভ প্রকল্পের আওতায় ২০২ জন উপকারভোগীদের মাঝে কাসাভা, সবজি, নেপিয়ার ঘাস, সজিনা চাষ ভার্মি কম্পোষ্ট বা কেচোঁ সার তৈরীর জন্য ৫ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা প্রদান করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এরপর একই স্থানে র‌্যাপিড কোভিড-১৯ হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রজেক্ট দিনাজপুর এর আওতায় সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে এবং জার্মান লেপরোসি এন্ড টিউবারক্লোসিস রিলিফ এসোসিয়েশন এর সহযোগিতায় ১৩৮ জনের মাঝে খাদ্য বিতরণ করেন এমপি গোপাল।

এসময় প্রত্যেককে ২৫ কেজি চাল, আড়াই কেজি বুট ডাল, আড়াই কেজি মুসুর ডাল, ২ লিটার সরিষা তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ৬ কেজি আলু ও ১ কেজি পেয়াজ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button